Header Ads

Youtube থেকে জিনিয়াস রা ডলার কামাচ্ছে আপননি বসে থাকবেন কেন? আপনি ও কামান হাজার হাজার ডলার || Youtube Earn Money (Part 1)

YouTube আরনিং কী?

বত্যমান সময়ের সবচেয়ে যুগ উপযোগি সহজেএ অনলাইন আরনিং এর বড় ক্ষেত্র হচ্ছে YouTube থেকে আরনিং। আপনি অতি সহজে সামান্য কিছু ট্যাকনিক ফলো করে ভিডিও আপলোড দিয়ে এবং ভিডিও মনিটাইজ করে প্রতিমাসে কামাতে পারেন হাজার হাজার ডলার। আর এই Youtube থেকে আরনিং এ সফলতা পেতে আপনাকে ধর্য ধরে কাজ করে যেতে হবে। আর আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ধারাবাহিক টিটোরিয়াল (১) আপনি কীভাবে অতি সহযে কিছু হিডেন ট্যাকনিক ফলো করে YouTube থেকে কামাতে পারবেন হাজার হাজার ডলার।
আর এই প্রতিটি ভিডিও টিটোরিয়াল পর্বে আপনাকে গুরুত্বের সাথে টেকনিক গুলো ফলো করতে হবে। আর এই জন্য আপনাকে ফুল ভিডিও এবং ভিডিওর প্রতিটি গুরুর্ত্বপুন্য পয়েন্ট মনযোগ সহকারে দেখতে হবে। আর সাথে সাথে আপনি একটি খাতায় গুরুত্বপুন্য পয়েন্ট গুলো নোট করে রাখতে পারেন। তারপরেও যদি আপনি কোন প্রব্লেম ফেস করেন (ভিডিওতে টিউমেন্ট) তাহলে তো আমি আছিই। আর ধারাবাহিক সব টিটোরিয়াল আগে পেতে আগে থেকেই চেনেল টি Subscribe (এখান থেকে) করে রাখুন।
আজ প্রথম পর্বে আমি আপনাদের কে দেখাব কীভাবে একটি YouTube চেনেল তৈরী করবেন? প্রয়জনীয় উপকরন একটি Gmail একাউন্ট, না থাকলে এই link থেকে তৈরী করে নিন। gmail তৈরী না করতে পারলে ভিডিও টিটুরিয়ালেই পাবেন, কীভাবে আপনি অতি সহজে আপনার চেনেল রিলেটেড জিমেইল একাউন্ট তৈরী করবেন!
সবাই ভাল থাকবেন।

No comments

Powered by Blogger.