Header Ads

অ্যান্ড্রয়েড ও - আসছে!


অ্যান্ড্রয়েড ও - আসছে!


মাসখানেক পরেই গুগল ডেভেলপার কনফারেন্স। সেখানেই অবমুক্ত হবে পরবর্তী অ্যান্ড্রয়েড সংস্করণ - ও। তবে আগেভাগেই ডেভেলপারদের জন্য প্রিভিউ সংস্করণ প্রকাশ করেছে গুগল। কি থাকছে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে - তার কিছুটা আভাস পাওয়া যাচ্ছে এখান থেকেই।

ব্যাটারীর স্থায়ীত্বকাল বৃদ্ধিতে মনোযোগী হয়েছে গুগল। কাজেই ব্যাকগ্রাউন্ড অ্যাপলিকেশনের লাগাম টেনে ধরা হচ্ছে। পরিবর্তন আসছে আইকনের ক্ষেত্রেও। উন্নত গ্রাফিক্স যুক্ত হবে সাদামাটা আইকনেও। নতুন প্রযুক্তির মধ্যে থাকছে ওয়াইফাই কানেকটিভিটির ক্ষেত্রে নতুন চমক। পরিবর্তন আসছে নোটিফিকেশন ব্যবস্থায়।


উন্নত গ্রাফিক্স যুক্ত হবে সাদামাটা আইকনে


অ্যান্ড্রয়েড ও আনুষ্ঠানিক অবমুক্তির পূর্বে এখন ডেভেলপারগণ তাদের অ্যাপ প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জন করে নিতে পারবেন ও সংস্করণের উপযোগী করে।

No comments

Powered by Blogger.