Header Ads

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছাড়াই আসবে আইফোন ৮ : ব্লুমবার্গ


ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছাড়াই আসবে আইফোন ৮ : ব্লুমবার্গ
credit : iDropNews


প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আইফোন লাইনআপ থেকে বিদায় নিতে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ২০১৩ সালের সেপ্টেম্বরে আইফোন ফাইভ এস সংস্করণে প্রথমবারের মতো এ বায়োমেট্রিক সেন্সর যুক্ত করে কুপারটিনো ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। পরবর্তীতে এটি পরিণত হয় স্মার্টফোনের এক আবশ্যিক অনুষঙ্গে। স্যামসাং, এইচটিসি প্রভৃতি নির্মাতা যোগ দেয় সেই স্রোতে। সাধারণ আর উচ্চপর্যায়ের স্মার্টফোনের পার্থক্য নির্ধারক হয়ে দাঁড়ায় এ সেন্সর।

তবে সাম্প্রতিক প্রতিবেদন সত্য হলে, আইফোন ৮ এ দেখা নাও মিলতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের। মূলত ক্রমশ কমে আসা বেজেল-এর আকারের জন্যই স্থান সংকুলান হচ্ছে না ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের। সেক্ষেত্রে, অ্যাপলের আগ্রহ রয়েছে অগ্রসর ফেস রিকগনিশন প্রযুক্তিতে। ব্য‌ব‌হারকারীর মুখায়াবয়ব ও চোখের নিরীক্ষণের মাধ্যমে ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করা হয় এ প্রযুক্তিতে। তবে দীর্ঘদিন এ প্রযুক্তি নিয়ে কাজ করছে স্যামসাং। কে সর্বপ্রথম সফলভাবে এ প্রযুক্তির সফল প্রয়োগ করতে পারে, সেটিই আগামী দিনে প্রতিযোগিতার নির্ণায়ক হয়ে উঠতে পারে।

No comments

Powered by Blogger.