Header Ads

স্যামসাং গ্যালাক্সি এস৮ - অফিসিয়াল পোস্টার

চলতি মাসের ২৯ তারিখ ঘোষণা করা হবে স্যামসাং গ্যালাক্সি এস৮ আর আগমন বার্তা। আর ফোনটি বাজারে আসবে আগামী এপ্রিল মাসে। আজ প্রকাশিত এক পোস্টারে সেই বার্তাই রয়েছে। একইসাথে, কিনারা থেকে কিনারা (edge-to-edge) ডিজাইনের ইঙ্গিত রয়েছে এই পোস্টারে।


স্যামসাং গ্যালাক্সি এস৮ - অফিসিয়াল পোস্টার
credit : ice universe




এদিকে অপর এক সূত্রের খবরে জানা যায়, গ্যালাক্সি এস৮ আসবে সুপার স্লো মোশন ক্যামেরা নিয়ে। আইফোন ৬এস ও পরবর্তী ফোনে রয়েছে সনির তৈরী স্লো মোশন ক্যামেরা। তবে সেকেন্ডে ২৪০ ছবি তোলার সামর্থ্যযুক্ত স্লো মোশন প্রযুক্তির পরবর্তী ধাপ হচ্ছে সুপার স্লো মোশন প্রযুক্তি। সেকেন্ডে ৯৬০ টি ছবি নেয়ার সামর্থ্যযুক্ত সুপার স্লো মোশন ক্যামেরা যুক্ত হতে যাচ্ছে স্যামসাং -এর এই ফ্ল্যাগশিপ ফোনে।

No comments

Powered by Blogger.