Header Ads

নতুন মোবাইল ব্র্যান্ড নিয়ে আসছেন সালমান খান!

সালমান খানের 'বিয়িং হিউম্যান' ফাউন্ডেশন ইতিমধ্যেই পরিচিতি অর্জন করেছে ভারত ও ভারতের বাইরে। এবার সালমান খান আবার আলোচনায় এসেছেন মোবাইল ফোন ব্র্যান্ড সংশ্লিষ্ট খবরের শিরোনাম হয়ে। খবরে প্রকাশ, 'বিয়িং স্মার্ট' নামে একটি ব্যবসা নিবন্দ্ধন করেছেন সালমান খান। আর এ থেকেই রটনা ডালপালা মেলতে শুরু করে সম্ভাব্য নতুন মোবাইল ফোন ব্র্যান্ডের আগমনের। 


নতুন মোবাইল ব্র্যান্ড নিয়ে আসছেন সালমান খান!
নতুন মোবাইল ব্র্যান্ড নিয়ে আসছেন সালমান খান!


প্রচন্ড প্রতিযোগিতামূলক ভারতীয় বাজারে অপ্পো ও মাইক্রোম্যাক্সের মতো ব্র্যান্ড সাশ্রয়ী স্মার্টফোনের অন্যতম সরবরাহকারী। নতুন ব্র্যান্ডের জন্য প্রতিযোগিতার মূল ক্ষেত্র এই সাশ্রয়ী অ্যান্ড্রয়েড ফোনের বাজার। সালমান খানের নতুন এই ব্র্যান্ডের ফোন তাই হতে যাচ্ছে ২০০০০ ভারতীয় রুপীর কাছাকাছি। ব্যবসা পরিচালনার জন্য একজন প্রাক্তন স্যামসাং কর্মকতাকে খুঁজে বের করতে সক্ষম হয়েছেন সালমান। বছর দুয়েক আগে নিজের নামে মোবাইল গেম বাজারজাতকরণের চিন্তা করলেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ পায়নি। এবার 'বিয়িং স্মার্ট' মোবাইল ব্র্যান্ড দিয়ে সফল হতে পারেন কি না সালমান - তাই দেখার বিষয়।

No comments

Powered by Blogger.