Header Ads

[Tutorial] এবার নিজেই WordPress এ বানিয়ে নিন একটা Forum সাইট – Part 1

বিসমিল্লাহি রাহমানির রাহিম। ভাইয়া কেমন আছেন? আশা করি ভালো আছেন কারণ যারা ট্রিকবিডি এর সাথে থাকে তারা সকলে ভালোই থাকে । আজ আমি আপনাদের সামনে WordPress এ ফ্রিতে ফোরাম সাইট বানানোর টিওটোরিয়াল নিয়ে এসেছি ।

আর কথা না বলে আমরা সোজা কাজে চলে যাই ।
আমরা প্রথম তাই আমরা ফ্রি হোস্ট দিয়ে কাজ করব। ফ্রি হোস্ট এর অনেক সাইট আছে। তারমধ্যে আমার একটা সাইট খুব পছন্দ হয়েছে । সেটা হলো 0fees.us. প্রথমে আপনার Address বক্সে গিয়ে 0fees.us Type করে Go তে ক্লিক করুন।তারপর নিচের দিকের Sign Up এ ক্লিক করুন।  তারপর একটা পেজ আসবে। User Name এ আপনার সাইটের নাম লিখুন। Password এ আপনার Password দিন। Email এ আপনার Email দিন আর Capcha টা পুরণ করুন। আর বাকি কাজে নিচের Screenshot দেখে করুন।   যদি সব কাজ ঠিক থাকে নিচের মতো একটা পেজ আসবে । আর Email টা Verify করতে বলবে । Email Verify করতে আপনার Email চেক করুন, দেখুন এরকম একটা Mail আসবে । এবার Mail এ ক্লিক করে নিচের মতো লিংকে ক্লিক করুন  এরপর কিছুক্ষণ অপেক্ষা করলে নিচের মতো পেজ আসবে । আর নিচের মতো সবুজ দাগ দেওয়া লেখাটি কপি করে নিবেন, এটা লগিন করতে কাজে লাগবে ।  এরপর cpanel.0fees.us এ যান । User name এ কপি করা লেখা Paste করে আর আপনার Password দিয়ে লগিন করুন । ব্যস পেয়ে গেলাম একটা ফ্রি হোস্টিং এর Cpanel. Cpanel এর Screeshot গুলো দেখুন
আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে । কোনো সমস্যা হলে কমেন্ট করুন। ধন্যবাদ ।

No comments

Powered by Blogger.