Header Ads

গ্যালাক্সি অন ম্যাক্স ভারতে অবমুক্ত করলো স্যামসাং

মধ্যম মূল্যমানের গ্যালাক্সি অন ম্যাক্স ভারতে অবমুক্ত করলো স্যামসাং। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত এই সদ্য অবমুক্ত ফোনটির মূল্য ১৬০০০ ভারতীয় রুপীর কিছু বেশী। মূলত গ্যালাক্সি জে ৭ ম্যাক্স হ্যান্ডসেটের রিব্র্যান্ড এটি।



গ্যালাক্সি অন ম্যাক্স ভারতে অবমুক্ত করলো স্যামসাং



এক নজরে গ্যালাক্সি অন ম্যাক্স:

- ৫.৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে
- চার গিগাবাইট র‌্যাম
- বত্রিশ গিগাবাইট স্টোরেজ
- ১৩ মেগাপিক্সেল ক্যামেরা (f/১.৭ অ্যাপারচার)
- মেটাল ইউনিবডি ডিজাইন
- ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী

মধ্যম মূল্যমানের ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের চাহিদার বিবেচনায় গ্যালাক্সি অন ম্যাক্স অচিরেই বাংলাদেশের বাজারে মিললে অবাক হবার কিছু থাকবেনা।

No comments

Powered by Blogger.