রেকর্ড মুনাফা, ঘুরে দাঁড়াচ্ছে স্যামসাং
সদ্যসমাপ্ত প্রান্তিকে(এপ্রিল-জুন) ১২ বিলিয়ন ডলার বা এক লক্ষ কোটি টাকা মুনাফা অর্জন করেছে স্যামসাং। আর এ রেকর্ড আয়ের মাধ্যমে নোট ৭ কেলেঙ্কারীর পর আবারো ঘুরে দাঁড়াচ্ছে দক্ষিণ কোরিয়ান 'চাইবল' স্যামসাং।

রেকর্ড মুনাফা, ঘুরে দাঁড়াচ্ছে স্যামসাং
একের পর এক কেলেঙ্কারীতে বিপর্যস্ত স্যামসাং-এর এই ঘুরে দাঁড়ানোর নেপথ্যে রয়েছে চিপ বিক্রিতে আশাতীত সাফল্য। বিতর্কের কারণে স্যামসাং খুচরা বাজারে আধিপত্য হারালেও চিপ নির্মাণে একাধিপত্য ধরে রেখেছে। স্যামসাং-এর প্রায় সকল প্রতিদ্বন্দ্বী তাদের ফোনে স্যামসাং উৎপাদিত চিপ ব্যবহার করে থাকে। একারণেই চলতি বছর শীর্ষ চিপ নির্মাতার আসন থেকে ইন্টেলকে হঠিয়ে দেবার স্বপ্ন দেখছে স্যামসাং।
এপ্রিল থেকে জুন এই তিন মাসে স্যামসাং এর মোট বিক্রয়ের পরিমাণ ছিল প্রায় ৫২ বিলিয়ন মার্কিন ডলার।
No comments